রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। সম্প্রতি কাশ্মীর উপত্যকায় শুরু হতে চলেছে, বন্দে ভারতের পরিষেবা। যেখানে বরফের প্রান্তরের মাঝে দ্রুত বেগে ছুটে চলবে অত্যাধুনিক ট্রেন।
আর সেই দৃশ্য টেক্কা দেবে সুইজারল্যান্ডকেও। জম্মুর নতুন রেল ডিভিশনের ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে। কাশ্মীরকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করার জন্য রেললাইনও স্থাপন করা হয়েছে। চেনাব সেতু এখন ট্রেনের অপেক্ষায় রয়েছে। এই রুটে বন্দে ভারত ট্রেন চালানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
রেলের মতে, বন্দে ভারত ট্রেন সেখানে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসেও চলবে। ট্রেনের ভেতরে থাকা যাত্রীরাও মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় ভ্রমণ করার সময় শীত অনুভব করবেন না। ট্রেনের অভ্যন্তরে এমন বৈশিষ্ট্য রয়েছে, যা কোচকে গরম রাখবে। কোচ থেকে ওয়াশরুম পর্যন্ত হিটার বসানো থাকবে।