এবার পাঁচ বছরের কম বয়সিদের জন্য টিকা

এবার অতিমারী থেকে বাঁচতে নতুন চিন্তা ভাবনা আমেরিকার। করোনা ভাইরাস সংক্রমণের প্রায় তিন বছর হতে চলল কিন্তু টিকা নিয়ে সকলের মনোভাব এক নয়। এখনও পর্যন্ত বিশ্বের বহু মানুষ করোনা টিকা নিয়েছেন বটে কিন্তু অনেকেই তা নেননি। তবে বিভিন্ন দেশ সকলকে করোনা টিকা নিতে অনুরোধ করছে এবং দাবি করা হচ্ছে এই টিকা করোনা রোধে যথেষ্ট সহায়ক।

যদিও সব দেশে একই রকম টিকা নীতি এখনও চালু হয়নি। সব বয়সি মানুষ যে এই টিকা পাবেন এমনটা নয়। কিন্তু আমেরিকা ভাবছে অন্য জিনিস। তারা ৫ বছরের কম বয়সিদেরও কোভিড টিকা দেওয়ার চিন্তা শুরু করেছে। খুব জলদিই এই টিকা দান শুরু হবে বলে অনুমান।

এই খবর সামনে আসার পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে কেন এত কম বয়সিদের করোনা টিকা দেওয়া হবে। তবে এই বয়সিদের যে টিকা প্রয়োজন আছে তা আমেরিকার ফুড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যে আন্দাজ মেলে। তারা জানিয়েছে, এখনও পর্যন্ত ৪ বছরের কম বয়সিদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৪৮০ জনের। এই সংখ্যা সাধারণ ফ্লু-জ্বরের তুলনায় অনেকটাই বেশি এবং তা শুধুমাত্র আমেরিকায়।

অনুমান করাই যায় যে বিশ্বব্যাপী এই সংখ্যা কত হতে পারে। তাই কোনও রকম ঝুঁকি না নিয়েই ৫ বছরের কম বয়সিদের টিকাকরণ শুরু করতে চায় এফডিএ। তাদের আরও তথ্য বলছে, এই মুহূর্ত পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে প্রায় ৪৫ হাজারের বয়স ৫ বছরের কম। তাই এই বয়সিদের ওপর করোনা কতটা প্রভাব ফেলছে তা আলাদা করে বলা অপেক্ষা রাখে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিডের নয়া প্রজাতিদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আগেই। ভারত সহ বিভিন্ন দেশে তার হদিশও মিলেছে। তাই কম বয়সিদের মধ্যেও যে করোনার ঝুঁকি আগের থেকে অনেক বেশি বাড়ছে তা স্পষ্ট। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তার একটা আন্দাজ করা যাচ্ছে এখন থেকেই। তাই আমেরিকার প্রশাসন অন্য পথে হাঁটা শুরু করছে।