রাজ্যের একের পর এক মামলা চলে যাচ্ছে সিবিআই-এর হাতে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগে অনিয়মের মামলায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে আজ বিকেল সাড়ে পাঁচটার মধ্য সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন তিনি৷ এই মামলার তদন্তে মানিক ভট্টাচার্য সহযোগিতা না করলে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ সভাপতির পাশাপাশি সংসদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচিকেও সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট৷
উল্লখ্য, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষা হয়৷ ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের দ্বিতীয় নিয়োগ তালিকা প্রকাশ করে৷ এই তালিকা বেআইনি বলে জানিয়েছে কলকাতা হাই কোর্ট৷ ওই তালিকা অনুযায়ী ২৬৯ জনকে নিয়োগ করা হয়েছিল৷ কোনও বিজ্ঞপ্তি ছাড়া কীভাবে ২৬৯ জনের নিয়োগ তালিকা প্রকাশিত হল, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি৷ বেনিয়মে চাকরি পাওয়ার অভিযোগে ওই ২৬৯ জনের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। উচ্চ আদালতের কড়া নির্দেশ, ওই ২৬৯ জন প্রাথমিক শিক্ষক মঙ্গলবার থেকে আর স্কুলে যেতে পারবেন না।
সোমবারের শুনানির পরেই ন্যাশনাল ইনফরমেটিভ সেন্টার (এনআইসি)-কে এই মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য, নথি সংগ্রহের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সংগৃহীত তথ্য নিরাপদে সংরক্ষণ রাখার কথাও উল্লেখ করেছেন বিচারপতি। এই মামলায় এনআইসি-র সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে৷