এবার আরো এক সুযোগ রাজ্যবাসীর দুয়ারে এনে দিতে চলেছে রাজ্য সরকার

একের এক সুযোগ সুবিধা রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে এনে দিচ্ছে রাজ্য সরকার। একের পর এক অভিনব পন্থায় কাজ করে চললেছে রাজ্য সরকার। দুয়ারে সরকারে, দুয়ারে রেশনের পর এবার শুরু হতে চলেছে ‘দুয়ারে কেএমসি’। এবার ‘দুয়ারে সরকারে’র আদলে কলকাতা পুরসভার উদ্যোগে শীঘ্রই চালু হবে এই কর্মসূচি। কবে থেকে শুরু তার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেবে পুরসভা। দুয়ারে সরকারের মতোই পুরওয়ার্ড ভিত্তিক শিবির করে এই কর্মসূচি চলবে। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, অ্যাসেসমেন্ট ও মিউটেশনের কাজ হবে এই কর্মসূচির মাধ্যমে। বাড়ির কাছেই শিবিরে গিয়ে পরিষেবা নিতে পারবেন সাধারণ মানুষ। এবার থেকে বিভিন্ন কাজে আর পুরসভা ছুটতে হবে না। পরিষেবার কাজে আরও গতি আনার জন্য এই সিদ্ধান্ত। পুরসভা সূত্রে খবর, করোনা অতিমারীর জেরে জমি-বাড়ি মিউটেশনের বহু কাজ বাকি। সেগুলি শেষ হলে পুরসভার কোষাগারে অর্থ আসবে।