এবার মিলতে টাকা, জামিন পেলেন চিটফান্ড কেলেঙ্কারির কর্তা

Estimated read time 0 min read

বিগত বেশ কিছু বছর ধরে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি পশ্চিমবঙ্গ রাজ্যে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গ্রেফতার হয়েছিলেন রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির কর্তা গৌতম কুন্ডু।

তবে সম্প্রতি জামিন পেলেন তিনি। ইডির মামলায় তার জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালত। বহুদিন থেকেই এই মামলার তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নিয়ে রোজভ্যালির দ্বিতীয় মামলায় জামিন পেলেন গৌতম।

এর আগে সিবিআইয়ের একটি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন তিনি। গৌতমবাবুর আইনজীবী মারফত জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মামলা চললেও ইডি এখনও চার্জ গঠন করতে পারেনি। তার এই যুক্তিকে মান্যতা দিয়েই জামিন মঞ্জুর করেছে বিশেষ ইডি আদালতের বিচারপতি। রোজভ্যালি চিটফাণ্ডে প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

You May Also Like

More From Author