এবার বাড়তে চলেছে মেট্রো পরিষেবা

করোনা সংক্রমণের আবহে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর শুরু হয়েছে মেট্রো পরিষেবা। যানবাহন নিয়ে সিদ্ধান্ত নিয়ে বাড়ানো হয়েছে মেট্রো রেলের সংখ্যাও। এবার ফের একবার বাড়তে চলেছে কলকাতা মেট্রো রেলের সংখ্যা। জানা গিয়েছে, আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রো। একই সঙ্গে বাড়ছে মেট্রো রেলের সময়সীমাও। 

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে, আগামী সোমবার থেকে সকালে সাড়ে সাতটা পরিবর্তে সকাল সাতটা থেকেই মিলবে মেট্রো পরিষেবা। একদম ঠিক আগের মত। এদিকে, মোট ছয়টি অতিরিক্ত মেট্রো রেল পরিষেবা পাওয়া যাবে সেদিন থেকে। আসলে আগামী ১৬ নভেম্ব্র থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল-কলেজ।

তাই শিক্ষক, শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়া এবং অভিভাবকদের যাতায়াতের সুবিধার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। দীর্ঘ প্রায় দেড় বছর পর অবশেষে রাজ্যে খুলতে চলেছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই তার আগে যানবাহন পরিষেবা সচল করার চেষ্টা চলছে। উল্লেখ্য, সম্প্রতি কলকাতা মেট্রো থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে নন-এসি রেক। এখন থেকে শুধু এসি রেকে যাত্রা করা যাচ্ছে। 

কিছুদিন আগেই ৩১ অক্টোবর থেকে চালু হয়েছে লোকাল ট্রেন। যদিও ৫০ শতাংশ যাত্রী নিয়ে শুরু হয়েছে পরিষেবা। এর আগে লোকাল ট্রেন চালু করা নিয়ে রাজ্য সরকার একাধিক প্রশ্নের মুখে পড়েছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতির দিকে নজর দিয়েই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গ্রামাঞ্চলে এবং মফস্বল এলাকাতে অধিকাংশ মানুষকে টিকা দেওয়া হওয়ার পরেই লোকাল ট্রেন চালু করা নিয়ে ভাববে সরকার। সেই প্রেক্ষিতে অবশেষে লোকাল ট্রেন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।