এবার করোনার করাল গ্রাসে খোদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী

বর্তমানে দেশের চারিদিকে অতিমহামারীর হাহাকার চিত্র। আক্রান্তের সংখ্যা বাড়ছে দিনে দিনে। কিছুতেই হ্রাস টানা যাচ্ছেন এই সংখ্যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে নেতা মন্ত্রী  বড় মাপের মানুষ কেউই বাদ যাচ্ছেন না এই সংক্রমণের হাত থেকে। এরইমধ্যে করোনা আক্রান্ত হল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কোভিড সংক্রমিত হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। বেশকিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। তাঁকে আপাতত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মীরা ভট্টাচার্যের দেহে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছে৷ বাড়িতে চিকিৎসাধীন বুদ্ধদেব। জানা গিয়েছে, তাঁর অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। 

দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। স্বাভাবিকভাবেই করোনা তাঁর জন্য মারাত্মক হয়ে উঠতে পারে, মনে করছেন চিকিৎসকরা। করোনা আক্রান্ত হলেও নতুন করে হাসপাতালে ভর্তি হতে চাননি বুদ্ধবাবু৷ কেননা, গতবছর ডিসেম্বর মাসে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে৷ দীর্ঘ চিকিৎসার পর তাঁকে ছুটি দেওয়া হয়৷ উল্লেখ্য, বহুদিন ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসাও চলছিল তাঁর। ব্রিগেডে দেখা যায়নি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এমনকি শারীরিক কারণে এ বছর ভোটও দিতে পারেননি তিনি। বাইরে বেরনোর অনুমতি পাননি চিকিৎসকদের থেকে।