শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার সিবিআই-এর সঙ্গে যুক্ত হলো ইডি

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতিকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর পরই প্রকাশ্যে এসেছে একের পর এক নাম। এই সবের মাঝেই এবার আরও বিপাকে স্কুল সার্ভিস কমিশন৷ বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় এ বার এফআইআর করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

স্কুলে বেআইনি ভাবে শিক্ষক এবং অশিক্ষককর্মী নিয়োগের অভিযোগে মামলা চলছে কলকাতা হাই কোর্টে। মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে ভুড়ি ভুড়ি। এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে আর্থিক যোগ খতিয়ে দেখতেই এ বার তদন্ত শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷

আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে৷ তাঁর বিরুদ্ধে মামলা করে জয়ী হয়েছেন ধূপগুড়ির ববিতা সরকার। আদালতের নির্দেশে অঙ্কিতার শূন্যপদে চাকরিও পেয়েছেন তিনি। ববিতার মতো আরও অনেক মামলাকারীই আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন৷

সেই সকল মামলাতেই এবার তদন্ত শুরু করেছে ইডি। তদন্তের স্বার্থে ববিতাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে৷ ববিতা ও অন্যান্য তদন্তকারীদের কাছে কোনও তথ্যপ্রমাণ আছে কি না, সেটাও তদন্ত করবে ইডি৷ আপাতত স্বতঃপ্রণোদিত ভাবে একটি এফআইআর দায়ের করেছে ইডি। শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় হাই কোর্টের নির্দেশের আগেই তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকরী সংস্থা সিবিআই। এবার সিবিআই-এর সঙ্গে এই মামলায় যুক্ত হলো ইডি।