এবার দুয়ারে ত্রানঃ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমফানের পুনরাবৃত্তি আর চান না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ইয়াস মিটতে না মিটতেই ঝড়ের পরে ক্ষতিপূরণ ও ত্রাণ নিয়ে তৎপর হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী। এবার ক্ষতিপূরণ ও ত্রাণ বণ্টনের রাশ নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। ইয়াসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি করতে এবার ‘দুয়ারে সরকারের’ আদলে ‘দুয়ারে ত্রাণ’ পরিষেবা শুরু করা হচ্ছে বলে ঘোষণা করলেন মমতা। ক্ষতিপূরণের টাকা যাবে সরাসরি ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আমপানের সময়ে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে প্রবল হইচই হয়েছিল রাজ্য়ে। সেই অস্বস্তিকর পরিস্থিতি আর যাতে না হয় তার জন্য ইয়াসে ক্ষতিগ্রস্তদের কাছে থেকে সরাসরি ক্ষতির খতিয়ান নেবেন সরকারি অফিসাররা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ৩ থেকে ১৮ জুন -এর জন্য ক্ষতিগ্রস্তদের আবেদন নেওয়া হবে। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেই আবেদনগুলি খতিয়ে দেখা হবে সরকারের তরফে। এরপর ১ থেকে ৮ জুলাইয়ের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্তরা ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পেয়ে যাবেন।’ মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে। ত্রাণের জন্য হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে। দুয়ারে সরকার–এর সময়ে সরকারি অফিসাররা এলাকায় গিয়েছিলেন সেভাবে এবারও যাবেন। যার বাড়ির ক্ষতি হয়েছে তিনি একটি আবেদনপত্র লিখে অ্যাপ্লিকেশন বক্সে ফেলে দিয়ে আসবেন। আবার হাতেও দিতে পারেন। আমফানের সময় ত্রাণ নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ত্রাণ দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেছিল। তার পুনরাবৃত্তি এবার আর চান না মুখ্যমন্ত্রী।