এবার বিদেশ সফর করতে পারেন মুখ্যমন্ত্রী

এবার আরো একবার বিদেশ সফরের সুযোগ এলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ দুবাইয়ে আসন্ন টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রীকে৷ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর তরফে আমন্ত্রণ এসেছে মুখ্যমন্ত্রীর দরবারে৷ নবান্ন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়৷ 

এদিকে উত্তরবঙ্গ সফর সেরে আজই গোয়ায় উড়ে যাবেন মুখ্যমন্ত্রী৷ আগামীকাল গোয়ার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর৷ শনিবার ফিরবেন কলকাতায়৷ ফলে তিনি বিসিসিআই-এর আমন্ত্রণে দুবাই যেতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ কলকাতায় ফেরার পরেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গিয়েছে৷ 

খেলার মাঠের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক বেশ পুরনো৷ এর আগে ২০১৭ সালে কলকাতায় অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে যুবভারতী ক্রিড়াঙ্গনে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, দেশের বাইরে কোনও খেলার মঞ্চে কোনও মুখ্যমন্ত্রীর এভাবে আমন্ত্রণ পাওয়াটা সত্যিই বিরল। সাধারণত খেলাধুলার আন্তর্জাতিক মঞ্চে আমন্ত্রণ পান প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধানেরা৷ তবে বিসিসিআই কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই বেশ ভাল।

সম্প্রতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিনে তাঁর বেহালার বাড়িতে নিজে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তাছাড়া খেলাধুলোর প্রতি মুখ্যমন্ত্রীরও যথেষ্ট আগ্রহ ও ভালোবাসা রয়েছে৷ এই সকল সমীকরণেই হয়তো মুখ্যমন্ত্রীকে দুবাইয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রণ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ টি-২০ বিশ্বকাপ চলছে সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে৷ কিন্তু বিশ্বকাপের আয়োজক ভারত। দেশে করোনা পরিস্থিতির জন্যই আমিরশাহীতে বিশ্বকাপের মঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে৷ ভারতে খেলা হলে ইডেনের কোনও ম্যাচে হয়তো দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এবার হয়তো বোর্ডের আমন্ত্রণে দুবাইয়ে বিশ্বকাপের ফাইনাল দেখা যাবে মমতাকে।