কেন্দ্র সরকারের তরফে ঘোষিত হয়েছিল অগ্নিপথ প্রকল্পের। ঘোষণার পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’-এর প্রতিবাদে উত্তাল গোটা দেশ। এবার অগ্নিপথ নিয়ে সরব হলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পে সেনার চাকরি দেওয়া হচ্ছে না। এটা বিজেপি’র ক্যাডার তৈরির চেষ্টা।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানায় বিরোধী দলের বিধায়করা। এর পর শুভেন্দুর নেতৃত্বে ওয়াক আউট করেন তারা। বিরোধী দলনেতার দাবি, ভারতীয় সেনাকে অপমান করেছেন মমতা৷
এখানেই শেষ নয়, এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ”বিজেপি আসলে গুন্ডা তৈরি করতে চায়। ওঁরা কি বিজেপি’র অফিসে পাহারাদার হবে? চার বছরের জন্য চুক্তিভিত্তিক চাকরি নয়, স্থায়ী চাকরি দিতে হবে। চার বছরের মধ্যে এরা কিন্তু বন্দুক চালানো শিখে যাবে। আগুন নিয়ে খেলছে ভারতীয় জনতা পার্টি। চার বছর পর যখন সকলের চাকরি চলে যাবে তখন বেকারদের বিজেপি বিধায়কদের বাড়িতে দিয়ে আসব, আপনারা চাকরি দেবেন। ২০২৪ সালের লোকসভা ভোটের দিকে তাকিয়েই বিজেপি এই সব করছে। তারপর ললিপপ দিয়ে দেবে।”
অগ্নিবীর প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে ক্ষেপে ওঠেন বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিধানসভায় ব্যাপক হট্টগোল শুরু করেন। মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই ওয়াক আউট করেন বিরোধীরা৷ এর পর বাইরে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভ শুরু করেন৷ এদিন ভাষণের মাঝে বিজেপি বিধায়কদের এমন কাণ্ডে বিরক্ত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘দাদামণি’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।