এবার কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে আবাসন যোজনা নিয়ে কড়া বার্তা

কেন্দ্র সরকারের তরফে অভিযোগ আনা হয়েছিল বারংবার৷ কেন্দ্রীয় প্রকল্পের নামবদল করে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে তৃণমূল সরকার৷ এই অভিযোগ দীর্ঘদিন ধরেই সেই অভিযোগ করে আসছে বিজেপি। এ বার কেন্দ্রের তরফে সেই অভিযোগকেই কার্যত মান্যতা দেওয়া হল৷ রাজ্যকে জানানো হয়েছে, ‘বাংলা আবাস যোজনা’র নাম থেকে ‘বাংলা’ কেটে ‘প্রধানমন্ত্রী’ বসাতে হবে৷ আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত করা না হলে এই প্রকল্পে আর টাকা দেবে না কেন্দ্র। সম্প্রতি এই মর্মে নবান্নে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক৷

কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া কয়েক হাজার কোটি টাকা। বিজেপি শাসিত রাজ্যগুলি সময়মতো কেন্দ্রীয় প্রকল্পের টাকা, ঋণ পেলেও বাংলাকে সবক্ষেত্রেই বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ শাসক দলের। এর পরেও রাজ্য সরকার নিজেদের সীমিত পরিসরেই জনকল্যাণমূলক প্রকল্পগুলির কাজ চালিয়ে যাচ্ছে বলে বহুবার উল্লেখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমনকী কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের টাকা আদায়ের জন্য রাজ্য থেকে প্রতিনিধি দলও পাঠিয়েছেন তিনি। সম্প্রতি তিনি জানিয়েছিলেন, এই বছর আবাস যোজনার লক্ষ্য জানায়নি কেন্দ্র৷ জানা গিয়েছে, নবান্নে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে আবাস যোজনা থেকে বাংলা কেটে প্রধানমন্ত্রী করা না হলে নতুন করে লক্ষ্য দেওয়া হবে না৷

প্রসঙ্গত, ২০১৬-১৭ অর্থবর্ষে রাজ্যে চালু হয় বাংলা আবাস যোজনা প্রকল্প। মূলত যাঁদের বাড়ি নেই বা মাটির বাড়ি রয়েছে তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু এই প্রকল্পের নামবদল নিয়ে ২০১৭ সালের ৩১ অগস্ট রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্র। ২০২২ সালের ১২ মে মাসে আরও একটি চিঠি দেওয়া হয়। তার পরেও রাজ্যের করফে কোনও সদুত্তর মেলেনি৷ এর পরেই টাকা দেওয়া বন্ধ করা হবে বলে জানায় কেন্দ্র। পাশাপাশি কেন্দ্রের নতুন প্রকল্প ‘আবাস প্লাস’ বাবদও বাংলাকে কোনও টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক।