এবার তদন্তে গতি বাড়াতে মহানগরীতে আসছে সিবিআই কর্তা

বিগত বেশ কিছুটা সময় ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে দুর্নীতির কিনারা করতে তদন্ত নেমেছে ইডি, সিবিআই। এরই মাঝে কলকাতার সিবিআই দপ্তরে আরও সাত সিবিআই আধিকারিককে পাঠানো হচ্ছে।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি বৃদ্ধি করতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করল সিবিআই। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসছেন ৭ তদন্তকারী অফিসার। যার মধ্যে একজন এসপি, তিনজন ডিএসপি, দু’জন ইন্সস্পেক্টর, একজন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক রয়েছেন।

সিবিআই সূত্রে খবর, নয়াদিল্লি, বিশাখাপত্তনম, রাঁচি, ধানবাদ, ভুবনেশ্বর এবং ভোপালের সিবিআই দপ্তর থেকে কলকাতায় আসতে চলেছেন তারা। অতিসত্তর তাদেরকে নিজাম প্যালেসের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখার অফিসে যোগ দিতে বলা হয়েছে বলেও জানা গিয়েছে। এবার পরবর্তীতে দুর্নীতির তদন্ত কোন দিকে গড়ায় সেটাই এবার দেখার বিষয়।