ক্রমাগত চাপ বাড়ছে রাজ্যের ওপর, পিছিয়ে চলেছে শুনানির তারিখ। সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে লক্ষ লক্ষ OBC সার্টিফিকেট, মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শেষ শুনানিতে এই মামলায় জবাব দেওয়ার জন্য রাজ্যের হয়ে আরও কিছুটা সময় চান সরকারের আইনজীবী কপিল সিব্বল।
আইনজীবি সিব্বলের আর্জিতে সায় দেয় আদালত। আরও কিছুটা সময় দেওয়া হয় রাজ্যকে। সিব্বল বলেন, এই মামলায় প্রচুর মামলাকারী রয়েছে। অন্য পক্ষ এই নিয়ে একগুচ্ছ নথিও জমা দিয়েছে। তাই জবাব দেওয়ার জন্য রাজ্যের আরও কিছুটা সময় প্রয়োজন। প্রসঙ্গত, গত মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় হাইকোর্ট।
ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল সরকার। এদিকে হাইকোর্টের রায়ে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। উচ্চ আদালতের সেই রায়ের বিরোধীতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য।