এবার বড় দাবি তদন্তকারী সংস্থার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পুর নিয়োগ দুর্নীতি তালিকায় থাকা সমস্ত পুরসভার হাজিরা খাতা ও বায়োমেট্রিক মেশিন ইডির স্ক্যানারে।

শুধুই মোটা টাকার বিনিময়ে চাকরি হয়েছে তেমনটা নয়, কোনওরকম কাজকর্ম না করে কাজে না গিয়েই মাসের পর মাস বেতন তুলেছেন বহু পুর কর্মচারী, এমনই চঞ্চল্যকর দাবি সামনে এনেছে তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর রাজ্যের ১০টি পুরসভার হাজিরার বায়োমেট্রিক নথি চাওয়া হয়েছে।

ইডির দাবি, টাকার বিনিময়ে চাকরি নিয়েও নিয়মিত দফতরে যাননি অনেক কর্মচারী। কেউ কেউ ১ মাস, তো কেউ ৬ মাস পর্যন্ত কাজ করে ছেড়ে দিয়েছেন, অথচ প্রতি মাসে মোটা বেতন হাতে পেয়েছেন। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, দুর্নীতির তালিকায় শীর্ষে রয়েছে কামারহাটি পুরসভা। এরপরই রয়েছে বর্ধমান, নিউ বারাকপুর, বারাকপুর, পানিহাটি পুরসভা।