এবার নিয়োগ দুর্নীতিতে যোগ এক উপচার্যর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগে দুর্নীতির অভিযোগেই বহুমাস জেলবন্দি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য তথা এসএসসির প্রাক্তন সচিব সুবীরেশ ভট্টাচার্য।

এবার দুর্নীতি মামলায় উত্তরবঙ্গের আরও একটি বিশ্ববিদ্যালয়ের এক উপচার্য যোগ। উপাচার্যর বিরুদ্ধে উত্তরবঙ্গের একাধিক স্কুলে শিক্ষক-অশিক্ষক পদে প্রায় ১৫০ জনকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে চাকরির বিনিময়ে ওই প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নিয়ে তাদের নামের তালিকা সুবীরেশের কাছে ইমেল করতেন ওই উপাচার্য। তারপর সেই সুপারিশের তালিকা অনুযায়ী প্রার্থীদের নিয়োগের বিষয়টা দেখতেন সুবীরেশ। খুব শীঘ্রই ওই উপাচার্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলেছে সিবিআই।