এবার জালিয়াতির অভিযোগ এলো খোদ ভাইজানের বিরুদ্ধে

এবার জালিয়াতির অভিযোগ এলো বড় অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে। তবে সেটা একজন দুজন নয় অভিযোগ এসেছে আটজনের বিরুদ্ধে। এই জালিয়াতির ঘটনায় পুলিশের তরফে সমনও পাঠানো হয়েছে তারকাদেরকে। তবে এর মধ্যে সব চেয়ে বড় নাম রয়েছে সলমন খানের। এছাড়াও অভিযোগ রয়েছে তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রি-সহ  আট জনের বিরুদ্ধে। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ‘সুলতান’-এর অভিনেতা সহ অন্যান্যদের এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ উঠেছে সলমনের ‘বিং হিউম্যান ফাউন্ডেশন’-এর বিরুদ্ধে। অভিয়ুক্তরা সকলেই এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন।

জানা গিয়েছে, অরুণ গুপ্তা নামে এক ব্যবসায়ী এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, তিনি বিং হিউম্যান জুয়েলারি ব্র্য়ান্ডের জন্য সম্প্রতি তিন কোটি টাকা দিয়ে একটি এক্সক্লুসিভ শোরুম খোলেন। ফলে স্বভাবতই তাকে সবরকম সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছিল সলমনের এই ব্র্যান্ডের পক্ষ থেকে। পাশপাশি এই শোরুমে রাখার জন্য সামগ্রীও পাঠানোর কথা ছিল। কিন্তু, সময় পেরিয়ে গেলেও এখনও কোনও সামগ্রী পাঠানো হয়নি বিং হিউম্যান-এর পক্ষ থেকে। যদিও এই ব্যাপারে সলমন বা তাঁর বোন বা তাঁদের চ্যারিটি সংস্থা বিং হিউম্যান-এর তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। তার ভিত্তিতেই চণ্ডীগড় পুলিশ বলিউড অভিনেতাকে নোটিস পাঠিয়েছে।