আগামী বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসক দলের এখন একমাত্র লক্ষ্যই হলো নিজের শক্তি বিস্তৃতি করা৷ তাদের এবার লক্ষ্য হলো ত্রিপুরা ও গোয়া৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুম্বই সফর সেরেই ফের গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই তিনি গোয়ায় পা রাখবেন৷ সেখানে দু’দিনের কর্মসূচি রয়েছে তাঁর৷ প্রসঙ্গত নভেম্বরেই গোয়া যাওয়ার কথা ছিল অভিষেকের৷ কিন্তু প্রথমে ত্রিপুরার কর্মসূচি ও পরে মুখ্যমন্ত্রীর মুম্বই সফরসঙ্গী হওয়ায় পিছিয়ে যায় তাঁর গোয়া সফর৷ জানা গিয়েছে আগামী ১২ ডিসেম্বর গোয়া যাচ্ছেন অভিষেক৷
জাতীয় রাজনীতিতে ভিত পাকা করতে ত্রিপুরার পাশাপাশি তৃণমূলের নজরে গোয়া৷ আরব সাগর পাড়ে ছোট্ট এই রাজ্যে সংগঠন বিস্তারে ঝাঁপিয়ে পড়েছে এ রাজ্যের শাসকদল। ইতিমধ্যে গোয়া সফর সেরেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেও ছিল চমক৷ তাঁর হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন প্রখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেত্রী নাফিসা আলি, কোরিওগ্রাফার রেমো ফার্নান্ডেজ। গোয়ায় দলের ভিত পাকা করেই ফিরেছেন মমতা। সে রাজ্যে অবশ্য সংগঠন তৈরির দায়িত্ব দিয়েছেন সাংসদ মহুয়া মৈত্রর হাতে। আপাতত সেখানেই মাটি কামড়ে দল সাজানোর কাজ করছেন কৃষ্ণনগরের সাংসদ। নিয়মিত কর্মিসভা, স্ট্র্যাটেজি বৈঠক করছেন তিনি। ধীরে ধীরে অমেকেই নাম লেখাচ্ছেন তৃণমূলে৷ এবার গোয়া দখলের রূপরেখা তৈরি করতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
গোয়ায় তাঁর সঙ্গে থাকবেন লুইডিনহো ফেলেইরো৷ সেখানে সংগঠন তৈরির কাজ কেমন চলছে তা নিজের চোখে খতিয়ে দেখবেন অভিষেক৷ এর পর তা নিয়ে আলোচনায় বসবেন ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে৷ তবে অভিষেকের গোয়া সফরে কোনও চমক থাকে কিনা, তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল৷