সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। এর পরেই সৌরনীলের মৃত্যুর পর বেহালার রাস্তার চিত্র বদলে গেছে অনেকটা। বেহালার বিভিন্ন অংশে বসেছে পুলিশ পিকেট। বিভিন্ন ক্রসিংয়ে লাগানো হয়েছে ড্রপ গেট। এই পরিস্থিতিতে কিছুদিন যেতে না যেতে বেহালার পর এবার হরিদেবপুরের রাস্তায় দুর্ঘটনায় জখম হল শিশু।
স্কুলে যাওয়ার পথে ট্যাক্সির ধাক্কায় আহত হয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্র। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন সে। জানা গিয়েছে, সকালে বাবার সঙ্গে স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় আচমকা এক হলুদ ট্যাক্সি চলে আসে। তাতেই ধাক্কা লেগে গুরুতর আহত হয়।
তবে জানা গিয়েছে আসলে স্কুলের সামনে চলে আসায় ওই ছাত্র আচমকাই বাবার হাত ছাড়িয়ে দৌড় দেয় বলে খবর। তখনই উল্টোদিক থেকে আসছিল ওই ট্যাক্সি। কোনও রকমে নিয়ন্ত্রণ রাখতে পারলেও ধাক্কা লগে ছিটকে পড়ে শিশুটি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।