এবার শাহজাহানকে আদালতে তলব করা হতে পারে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সন্দেশখালি ঘটনার পর এখনও অধরা তৃণমূলের শেখ শাহজাহান।

৪৬ দিন ধরে পুলিশের খাতায় ফেরার সন্দেশখালির মূল অভিযুক্ত। এবার শাহজাহানকে সরাসরি হাই কোর্টে তলবের ভাবনা প্রধান বিচারপতির। যার জন্য এই সব ঘটছে তাকে কোনও ভাবেই রাজ্য সমর্থন করতে পারে না। – মন্তব্য প্রধান বিচারপতির।

গত জানুয়ারি মাসের ৫ তারিখ রেশন দুর্নীতির তদন্তে নেমে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। এবার তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে আদালতে তলবের ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিচারপতির নির্দেশ, ওইদিন আদালতে হাজিরা দিতে হবে রাজ্য পুলিশ, ইডি এবং সিবিআইকে।