এবার মহানগরীর বুকে উদ্ধার সাত কোটি

এই মুহূর্তে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ। রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। এই পরিস্থিতিতে একসঙ্গে একাধিক দুর্নীতি মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই।

এই তদন্তে ফের উদ্ধার টাকার পাহাড়৷ সেই টাকা দিয়েই লেখা হল ‘ইডি’৷ শনিবার গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদ ৭ কোটি টাকা উদ্ধার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা৷ নিসার আলি নামে ওই ব্যবসায়ীর খাটের নীচে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল৷

নিসার মোবাইলে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত বলে সূত্রের খবর৷ হিসাব বহির্ভূত একাধিক সম্পত্তির হদিশ মিলেছে তার৷ শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পরিবহণ ব্যবসায়ী নিসার আহমেদ খানের বাড়িতে হানা দেয় ইডি। শুরু হয় তল্লাশি অভিযান।

সূত্রের খবর, তল্লাশি শুরুর ঘণ্টা তিনেক পর গার্ডেনরিচে ওই পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫০০ ও ২০০০ টাকার এক গুচ্ছ নোটের বান্ডিল উদ্ধার হয়৷ জানা গিয়েছে, পরিবহণ ব্যবসার পাশাপাশি আমদানি-রফতানিরও ব্যবসা রয়েছে নিসারের।

জানানো হয়, নিসারের ছেলে আমির খানের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় একটি প্রতারণা অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, আমির-সহ একাধিক ব্যক্তির একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে অনেকের সঙ্গে প্রতারণা করেছেন৷ এ বিষয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলাও রুজু করা হয়। সেই মামলার তদন্তে নেমেই শনিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।