এবার মিলতে পারে দূষণমুক্ত পানীয় জল

বহু অভিযোগের পর এবার দূষিত জলের সমস্যা সমাধান করতে নতুন উদ্যোগ নেওয়া হলো রাজ্যের তরফে। মাঝেমধ্যেই পানীয় জল যথাযথভাবে পরিস্রুত না করার অভিযোগ ওঠে। কখনও পানীয় জলের সঙ্গে দূষিত কিছু মিশে গিয়ে এলাকায় ডায়ারিয়ার মতো অসুখ ছড়িয়ে পড়ে। কিন্তু এর কারণ পরীক্ষা করা সময়সাপেক্ষ হয়ে যায়। আর সে কারণে রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছে রাজ্যে৷

দুয়ারে দুয়ারে জল পরীক্ষার কাজ করবেন আশাকর্মীরা। দুয়ারে গিয়ে জল পরীক্ষার সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দফতর। এই কাজে মাত্র ১০০ টাকা করে দেওয়া হবে আশাকর্মীদের। দিনে যে ক’টি কিট ব্যবহার করা হবে, সেই কিটের হিসেবে অনুযায়ী ১০০ টাকা করে দেওয়া হবে আশাকর্মীদের।

বাড়ি বাড়ি গিয়ে জল পরীক্ষা করার জন্য খুব শীঘ্রই আশাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জানা গেছে, এ বিষয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতর ও স্বাস্থ্য দফতর নিজেদের মধ্যে কথা বলে নিয়েছে। দফতরের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পের ফলে জলবাহিত রোগ আটকানো সহজ হবে৷ এছাড়াও নলকূপের জল পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে৷ জনস্বাস্থ্য কারিগরিমন্ত্রী পুলক রায় জানিয়েছেন, বিশুদ্ধ পানীয় জল সরবরাহের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যদি কোনও বাড়ির জলে দূষণ মেলে তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই কাজের জন্য আশাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এমনকি বাড়ি বাড়ি জল পরীক্ষার জন্য আশাদের মিলবে আলাদা পারিশ্রমিক। দুয়ারে ভ্যাকসিন, দুয়ারে রেশনের পর এবার দুয়ারে পানীয় জল পরীক্ষা। রাজ্য সরকার এমন এক প্রকল্প চালু করায় স্বভাবতই খুশি আশাকর্মীরা।