বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ একজনের নাম জড়াল এই মামলায়।
গরু পাচার মামলার পর এবার নিয়োগ দুর্নীতিতে স্ক্যানারে কেষ্ট-ঘনিষ্ঠ মলয় পিট! জানা যাচ্ছে, ইতিমধ্যেই মলয়ের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে। এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি মলয় আরেক কুন্তল ঘোষ? নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসেবে কাজ করেছেন?
ইতিমধ্যেই মলয় ঘনিষ্ঠ এক NGO কর্তার কাছ থেকে চাকরিপ্রার্থীদের একাধিক তালিকা উদ্ধার হয়েছে। তদন্তকারী সংস্থা এও জানতে পেরেছে, ওই তালিকায় নাম থাকা ১৭ জন প্রাথমিকে চাকরিও পেয়ে গিয়েছেন। তাঁদের মধ্যে ৫ জন এখনও পূর্ব বর্ধমানের নানান প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন। এদিকে ওই এনজিও-ও পূর্ব বর্ধমানে অবস্থিত।