এবার গড়িয়াহাট থেকে উদ্ধার এক কোটি টাকা

গত বছরের মাঝা মাঝি সময় থেকে শুরু হয়েছে রাজ্যে লক্ষ্য লক্ষ্য টাকা উদ্ধার হওয়া, সচারচর যা দেখা যায় না। আবারও বান্ডিল বান্ডিল নগদ টাকা উদ্ধার হল শহরে। শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই তল্লাশির ফলেই বালিগঞ্জের এক অফিস থেকে উদ্ধার হয় ১ কোটি ৪০ লক্ষ টাকা। এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আবার টাকা উদ্ধার শহরে। এবার গড়িয়াহাট। গড়িয়াহাট মোড়ে একটি গাড়ি থেকে কলকাতা পুলিশ উদ্ধার করেছে নগদ ১ কোটি টাকা। একই সঙ্গে ২ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, স্পেশাল টাস্ক ফোর্স গোপন সূত্রে খবর পেয়েছিল যে একটি গাড়ি করে বিপুল অঙ্কের টাকা নিয়ে যাওয়া হচ্ছে। গড়িয়াহাট থেকে ওই গাড়ি আটক করে তা থেকে প্রায় কোটি টাকা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক জন বেলগাছিয়া এলাকার বাসিন্দা, অন্যজনের বাড়ি রাজস্থানে। ওই টাকা তারা কোথায় পেল, কোথায় নিয়ে যাচ্ছিল, আর কারা জড়িয়ে আছে এই কাজে সব জানতে তদন্ত করছে পুলিশ। আপাতত গড়িয়াহাট থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

বালিগঞ্জে উদ্ধার হওয়া টাকার ইস্যুতে ইডি দাবি করেছে ‘প্রভাবশালী’ নেতার কয়লা পাচারের টাকার যোগ আছে এই উদ্ধার হওয়া অর্থের সঙ্গে। কোনও এক ‘প্রভাবশালী নেতা’ কয়লা পাচারের টাকা সরানোর চেষ্টায় আছেন। সেই টাকা দিয়েই নতুন সম্পত্তি কেনার উপক্রম হচ্ছিল। এবার এই টাকার সঙ্গেও কয়লা পাচারের যোগ আছে কিনা তা জানার অপেক্ষা।