এবার নতুন পালক জুড়লো সোনুর মুকুটে

গরিবের মাসিহা সোনু সুদ৷ গরিবের কাছে ভগবান স্বরূপ এই বলিউড তারকা৷ গত বছর লকডাউন পর্বের শুরু থেকেই গরিবের কাছে দেবতার মতো হয়ে উঠেছেন সোনু সুদ৷ নিঃস্বার্থ ভাবে কাজ করেছেন মানুষের জন্যে৷ তবে বেশ কিছুদিন ধরেই তাঁর রাজনীতি যোগের জল্পনা বাড়ছিল চারিদিকে৷ তবে বিজেপি বা কংগ্রেসের মতো কোনও সর্বভারতীয় দল নয়৷ সোনু যোগ দিতে পারেন আম আদমি পার্টিতে৷ এবার অভিনেতা সোনু সুদের মুকুটে নয়া পালক। দিল্লির সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সোনু। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দলের আহ্বায়ক রাঘব চাড্ডার সঙ্গে দেখা করলেন সোনু৷

দিল্লির সরকারের নয়া প্রকল্প ‘দেশ কে মেন্টর’-এর হয়ে কাজ করতে রাজি হয়েছেন সোনু। স্কুল পড়ুয়াদের জন্য আপ সরকারের এই নয়া উদ্যোগে সামিল হতে পেরে তিনি নিজেও আনন্দিত বলে জানিয়েছেন অভিনেতা। সামনেই পঞ্জাব ভোট৷ তার আগে বড় চমক দিল আপ৷ কারণ সোনুর জন্ম পঞ্জাবে৷ ফলে পঞ্জাব নির্বাচনের আগে দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সোনুর নিযুক্তি ‘আপ’কেই রাজনৈতিক মাইলেজ দেবে৷ আপাতত শিশুদের জন্য দিল্লি সরকারের কর্মসূচির প্রচার করবেন অভিনেতা৷ এখনই সরাসরি আম আদমি পার্টিতে যোগ না দিলেও, খুব শীঘ্রই তাঁকে দলের পতাকা হাতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে৷ সোনুকে সরাসরি দলে পেতে আগ্রহী অরবিন্দ কেজরিওয়ালও৷ বর্তমানে দেশের নানা প্রান্তে কাজ করছে সোনুর সংস্থা।