এবার রাজভবন-কাণ্ডে আরও তৎপর কলকাতা পুলিশ

কলকাতা পুলিশ রাজভবনে শ্লীলতাহানির অভিযোগে এবার আরও তৎপর। রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে আগেই। ওই তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এবার লালবাজার সূত্রের খবর, আরও চারজনকে তলব করা হয়েছে। রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর করা শ্লীলতাহানির ঘটনায় সিআরপিসি ১৬০ নোটিস দিয়ে এক চিকিৎসক সহ তিন রাজভবনের কর্মীকে নোটিস দেওয়া হয়েছে লালবাজারের তরফে। জানা গিয়েছে যে, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধ হওয়া এফআইআরে যে দ্বিতীয় নোটিস গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে ওএসডি মেইল করে জানিয়েছেন যে, ১০ দিন সময় লাগবে। এফআইআর কপিও চাওয়া হয়েছে রাজভবনের তরফে।

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে  রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মী কিছুদিন আগে শ্লীলতাহানির অভিযোগ হেয়ার স্ট্রিট থানার দ্বারস্থ হয়েছিলেন। এরপরই রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তিন জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৬৬ ও ৩৪১ ধারায় সরকারি কর্মীকে নিগ্রহ এবং বলপূর্বক আটকে রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। আর এবার নজরে আরও চার কর্মী।

বিতর্কের আবহেই  রাজ্যপাল সি ভি আনন্দ বোস কিছুদিন আগে  রাজভবন চত্বরের সিসিটিভির ফুটেজ দেখিয়েছিলেন আমজনতাকে। সরকার ও পুলিশের তরফে ছাড়া আমজনতা সেই ভিডিয়ো দেখতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছিল। ঘণ্টা ১৯ মিনিটের সিসিটিভি ফুটেজ দেখানো হয় সেখানে।