শুক্রবার এই কৃতিত্ব অর্জন করে জাপান। এদিন জাপানের ‘মুন স্নাইপার’ অবতরণ করে চন্দ্রপৃষ্ঠে। তবুও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে টক্কর দিতে পারলোনা জাপান। সংবাদমাধ্যমে জানা গিয়েছে যে, জাপানের চন্দ্র অভিযান মসৃণ না হওয়ার কারণে চাঁদে পা রাখলেও ‘মুন স্নাইপারে’ দেখা দিয়েছে যান্ত্রিক গোলযোগ।
ফলে এই অভিযান ঠিক কতটা সফল হবে, তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। আর এই সব ত্রুটির কারণেই সৌরশক্তি পৌঁছোতে পারছেনা জাপানের ‘মুন স্নাইপারে।’ আর সৌরশক্তির সাহায্য ছাড়া চন্দ্রপৃষ্ঠে কাজ করা কোন ভাবেই সম্ভব নয়। সেই কারণেই অতি শীঘ্রই তা ঠিক করা প্রয়োজন। নইলে এই চন্দ্রাভিযান ব্যর্থ হবে।
উল্লেখ্য, চাঁদের দক্ষিণ মেরুতে গত ২৩ অগস্ট চন্দ্রযান-৩ নামিয়েছিল ইসরো। আর তাঁরই কয়েক মাসের মধ্যে চন্দ্র অভিযানে সাফল্য পেলো জাপান। তবে এই আনন্দের মুহূর্তে খানিকটা যেন দেখা গিয়েছে ব্যর্থতার ছাপ। অপরদিকে ভারতের চন্দ্রাভিযান পুরোপুরি সাফল্যের সঙ্গে শেষ হয়।