এবার বাড়তি নজর অধিকারী পরিবারে, ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা

রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বহু বছর আগে। বহু বছর ধরেই যুক্ত ছিলেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। একুশের ভোটের মুখে দীর্ঘ এই সম্পর্কে ইতি টেনেছিলেন তিনি। ছেলের পথ ধরেই জোড়াফুল ছেড়ে ঘাসফুল হাতে তুলে নিয়েছিলেন বঙ্গ রাজনীতির বর্ষীয়ান নেতা শিশির অধিকারী। এবার অধিকারী পরিবারের দুই লোকসভা সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই দুই সাংসদকে ঘিরে থাকবেন কমপক্ষে ৬জন নিরাপত্তারক্ষী। আগামী সোমবার থেকে এই নিরাপত্তা পাবেন দু’জনেই। শুক্রবার রাতেই কেন্দ্রীয় সিআরপিএফ জওয়ানরা কাঁথিতে এসে পৌঁছে দায়িত্বভার গ্রহণ করেছে। দলবদলের পরই কেন্দ্রীয় নিরাপত্তা পান শুভেন্দু অধিকারী।

বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে ২১ মার্চ এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন বর্ষীয়ান রাজনীতিক শিশির অধিকারী। গত দু’দশক ধরে বঙ্গ রাজনীতিতে কার্যত দাপট দেখিয়ে আসছে কাঁথির অধিকারী পরিবার। পূর্ব মেদিনীপুর তো বটেই, আশপাশের জেলাগুলিতেও অধিকারীদের প্রভাব চোখে পড়ার মতো। লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা ভোট, সবেতেই অধিকারীদের জয়ের ধারা অটুট। ২০০৯ সাল থেকে ২০১৯, কাঁথিতে টানা তিন বার লোকসভা নির্বাচনে জিতে হ্যাটট্রিক করেছেন শিশির অধিকারী। বিধায়ক হওয়ার আগে ২৫ বছরেরও বেশি সময় ধরে কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শিশিরবাবু। মনমোহন সিং সরকারের কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।