এবার ত্রিপুরা সফরে যাবেন দেব

এই মুহূর্তে রাজ্যের শাসকদলের পাখির চোখ হয়ে রয়েছে ত্রিপুরার ওপর। তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পরই নজরে পড়ছে ত্রিপুরার ওপর। ইতিমধ্যেই সেখানে প্রতিনিধি দল গিয়েছে ঘাসফুল শিবিরের এবং বিগত কয়েক সপ্তাহ ধরে সেখানে যা যা হচ্ছে সে ব্যাপারে প্রত্যেকেই অবগত। ইতিমধ্যেই সেখানে প্রতিনিধি দল গিয়েছে ঘাসফুল শিবিরের এবং বিগত কয়েক সপ্তাহ ধরে সেখানে যা যা হচ্ছে সে ব্যাপারে প্রত্যেকেই অবগত। সেই উদ্দেশ্য মাথায় রেখেই এবার আরও উঠে-পড়ে লাগছে তৃণমূল। কারণ ত্রিপুরা জয়ে এবার তৃণমূলের সেনাপতি দেব। এবার ত্রিপুরা সফরে যেতে চলেছেন ঘাসফুল শিবিরের তারকা সাংসদ দেব। অভিনেতা সাংসদের ওপর বাড়তি দায়িত্ব দিতে চলেছে শাসক শিবির। যদিও সফরের দিনক্ষণ এখনও ধার্য হয়নি। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হল, আগামী সপ্তাহে ত্রিপুরা সফরে যেতে পারেন তৃণমূল কংগ্রেস সাংসদ দেব।

ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি আশিসলাল সিংহ বলেন, ‘‘চলতি সপ্তাহেই আমাদের দলের অভিনেতা সাংসদ দেব আগরতলায় আসতে পারেন। তবে তাঁর কর্মসূচি এখনও স্থির হয়নি। তা স্থির হলেই সংবাদমাধ্যমকে জানাব।’’ আগেই তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে সুদীপ রাহারা সেই রাজ্যে গিয়ে প্রতিবাদে সামিল হয়েছিল বিজেপির বিরুদ্ধে এবং আক্রান্ত হয়েছেন। পরবর্তী ক্ষেত্রে সেখানে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ব্রাত্য বসু, ডেরেক ও’ব্রায়েন সহ আরো অনেকেই। এবার দলের অভিনেতা-সাংসদের ওপর ভরসা করতে চলেছে শাসক দল। একুশের বঙ্গভোটে বিপুল জয়ের পরই জাতীয় রাজনীতিতে দলের গুরুত্ব বাড়াতে ঝাঁপিয়েছে তৃণমূল। সকলের লক্ষ্য, ত্রিপুরায় তৃণমূল সরকার গঠন।

প্রসঙ্গত, গত সপ্তাহেই অভিনেত্রী তথা যুব তৃণমূলের পশ্চিমবঙ্গ শাখার সভানেত্রী সায়নী ঘোষকেও পাঠানো হয়েছিল ত্রিপুরায়। তিনিও সেখানে গিয়ে বেশ কিছু দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন।