ত্রিপুরার রাজনীতির মঞ্চে এবার নতুন খবর। নিজ দায়িত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হলেও এবার আবার তিনি পেতে চলেছেন নতুন দায়িত্ব। আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। এবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নতুন দায়িত্ব দিতে চলেছে বিজেপি।
জানা গিয়েছে, তাঁকে রাজ্যসভায় পাঠাতে চলেছে গেরুয়া শিবির। বিপ্লব দেবকে সম্প্রতি বিজেপির হরিয়ানা রাজ্যের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁকে রাজ্যসভায় পাঠানোর কথা জানান হয়েছে। এই নিয়ে টুইটও করেছেন খোদ বিপ্লব।
বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছিল না বিপ্লব দেবের। তাই রাজ্যের নির্বাচনের আগেই তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। পরে নয়া দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এখন তাঁকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে গেরুয়া শিবির।
বিপ্লব নিজে টুইট করে জানিয়েছেন, ”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রতি তিনি ভীষণ কৃতজ্ঞ যে তাঁকে তাঁরা রাজ্যসভায় পাঠাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরাবাসীর জন্য কাজ করতে এবং তাদের উন্নয়নে তিনি বদ্ধপরিকর।”
প্রসঙ্গত, ২০১৮ সালের ৯ মার্চ তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন বিপ্লব দেব। তবে মেয়াদ পূরণের আগেই তাঁকে সরিয়ে দেয় বিজেপি। ২০২২ সালের ১৪ মে তাঁকে সেই পদ থেকে সরিয়ে আনা হয় মানিক সাহাকে। বর্তমানে তিনিই রাজ্যের মুখ্যমন্ত্রী।