করোনা মহামারীর স্মৃতি এখনও মানুষের মন থেকে মুছে যায়নি। এরই মাঝে নয়া আতঙ্ক চিনে।এই অজানা এবং রহস্যজনক নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে কয়েকশো শিশু।তবে শুধু শিশুরা নয় এই রোগ থেকে ছাড় পাচ্ছেন না বড়রাও। যার ফলে হাসপাতালগুলিতে করা হচ্ছে জরুরি অবস্থা।
একসময় করোনার জেরে চিন-সহ গোটা বিশ্বের চিকিৎসাব্যবস্থায় যেমন সংকট দেখা দিয়েছিলো, তেমনই অজানা নিউমোনিয়ার জেরে চিনের কিছু কিছু হাসপাতালে সেই একই পরিস্থিতি দেখা দিয়েছে। এছাড়াও ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রেও ভীষণ ভাবে এর প্রভাব পড়েছে যার জন্য চিনের বেজিং এবং লিয়াওনিংয়ের বেশ কিছু স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে এই রোগের পিছনে কোন ভাইরাস দায়ী, তা এখনও স্পষ্ট নয়।
আন্তর্জাতিক সূত্রে খবর, এই রোগের মূল উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট। তবে এই রোগে এখনও পর্যন্ত কারোর কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই বিষয়ে জানিয়েছেন, চিনে চলতি বছরের বিগত তিন বছরের তুলনায় ইনফ্লুয়েঞ্জার মতো রোগ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। তবে চিন থেকে জানিয়েছেন, এই রোগের বিশেষ কোন কারণ নেই। শিশুদের মধ্যে সাধারণ কিছু ভাইরাস ও ব্যাকটিরিয়ার প্রভাবেই এই ধরনের রোগ বেড়ে চলেছে।