এবার বিজেপির ঘর ছড়ালেন অভিনেতা জয়

অবসান হলো বিগত কদিনের জল্পনার। ধীরে ধীরে খালি হচ্ছে বিজেপির ঘর। এবার বিজেপির ঘর ছাড়লেন আরো একজন। বিগত বেশ কয়েক দিন ধরেই বেসুরো ছিলেন তিনি৷ এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিজেপি ছাড়ার কথা জানালেন বিজেপি’র জাতীয় কর্মসমিতির দস্য তথা বঙ্গ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ, ২ বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি৷ কিন্তু কাজের সুযোগ পাননি। মোদীকে লেখা চিঠিতে আপাদমস্তক ‘অভিমান’ ঝরে পড়েছে জয়ের। খুব শীঘ্র তিনি বিজেপি ছাড়বেন বলেও জানিয়ে দিয়েছেন। 

নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে ছত্রে ছত্রে ঝরে পড়েছে অভিমান৷ ২০১৭ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত থেকে, জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরেও যে ভাবে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন সে কথা স্পষ্ট জানিয়েছেন৷ অসুস্থ হওয়ার পরেও দলের তরফে কোনও সাহায্য পাননি বলেও চিঠিতে অভিযোগ করেছেন জয়৷ 

প্রসঙ্গত, অভিনেতা  জয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক বেশ পুরনো। ২০১৪ সালের আগে থেকেই তিনি বিজেপির সদস্য৷ ২০১৭ সালে তিনি জাতীয় কর্মসমিতির সদস্য হন। কিন্তু বিধানসভা ভোটের আগে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরেই তাঁকে সরিয়ে রাজীবকে নিয়ে আসা হয়। সেই অভিমানের কথাও চিঠিতে উল্লেখ করেছেন জয়। তিনি লিখেছেন, রাজীব দলের মুখে কার্যত ‘থাপ্পড়’ মেরে দল ছেড়ে চলে গিয়েছেন৷ অথচ তিনি বাংলায় বিজেপি’কে বাংলায় প্রতিষ্ঠিত করতে কোনও কসুর করেননি৷ যদিও একাধিকবার বিজেপি’র হয়ে ভোটে লড়লেও প্রতিবারই পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাঁকে৷