তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে আবাস যোজনা অন্যতম। প্রতিশ্রুতি মতোই এবার বাংলার আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিল রাজ্য সরকার।
আনুষ্ঠানিকভাবে বাংলার আবাস যোজনা প্রকল্পে বরাদ্দ টাকা বিতরণ কর্মসূচি শুরু করার কথা ছিল। যদিও তার আগে থেকেই প্রত্যেক জেলার প্রশাসনকে বরাদ্দ টাকা দিয়ে দিয়েছে নবান্ন। প্রশাসনিক সূত্রে খবর জেলা ভিত্তিক উপভোক্তাদের হিসেব কষে এক একটি জেলায় কয়েক কোটি টাকা করে পাঠানো হয়েছে।
আবাসের এই তালিকায় সবমিলিয়ে মোট ১১ লক্ষ উপোক্তা রয়েছেন। তাছাড়াও অতিরিক্ত আরও এক লক্ষ উপভোক্তাকে এই সরকারি প্রকল্পে একই পরিমাণ টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। মূলত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যাদের বাড়ি ভেঙেছে, এই প্রকল্পে এবার তারাও টাকা পাচ্ছেন।