এবার তৈরী হবে এই ছবির সিক্যুয়েল

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। দীর্ঘ জল্পনায় বিরতি ঘটিয়ে আবার ফিরে আসছে দর্শকদের মন ছোঁয়া ছবির সিক্যুয়েল। দর্শকদের র পাশাপাশি বক্স অফিসেও বিস্তর লক্ষীলাভ করেছিল এই ছবি। সিক্যুয়েল দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল দর্শক। এবার আসতে চলেছে এ ‘ ওহ মাই গড ২’। ২০১২ সালে মুক্তি পেয়েছিল ‘ওহ মাই গড’। হলিউডের বিখ্যাত ছবি The Man Who Sued God-এর থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছিল এই ছবি।

ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ। আউটডোরে কোন কোন লোকেশনে শ্যুটিং সারা হবে তা নিয়েও চলছে বিস্তর পরিকল্পনা। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাসের মধ্যেই নাকি শেষ হবে ছবির শ্যুটিং।