একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে রাজ্যে শিক্ষার ক্ষেত্রে। এই দুর্নীতি রুখতে এবার নতুন উদ্যোগ। দূর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে বিধানসভায় রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক নিয়ে সরকারি ভাবে কিছু না জানান হলেও কোন কলেজে কত আসন, কত নম্বরের ভিত্তিতে ভর্তি সহ বিস্তারিত তথ্য এই পোর্টালে থাকবে বলে জানা গিয়েছে। এর ফলে রাজ্যের সাড়ে ৫০০ টি ডিগ্রী কলেজে ভর্তির জন্য একটাই মেধা তালিকা প্রকাশ করা হবে। এর আগে কলেজে ভর্তি হতে গেলে পৃথক পৃথক ভাবে অনলাইনে আবেদন করতে হত।
এর পাশাপাশি মাদ্রাসা বোর্ডের আওতায় থাকা আলিয়া বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসানোর ওপর একটি প্রস্তাবও আজকের বৈঠকে গৃহিত হয়েছে। বিধানসভার চলতি অধিবেশনেই সরকার পক্ষের তরফে এই বিল পেশ করা হবে। অন্যদিকে টেট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্তের প্রেক্ষিতে রাজ্য সরকারের প্রাথমিক টেটে উত্তীর্ণ হয়ে শিক্ষক-শিক্ষিকা হিসাবে চাকরিতে যোগদানকারী প্রার্থীদের সব আসল তথ্য সহ এই সংক্রান্ত রেকর্ড ও ফাইল চেয়ে পাঠিয়েছে আদালত। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সব জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদের চিঠি দিয়ে ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ সফল চাকুরি প্রার্থীদের সব আসল তথ্য প্রমাণ চেয়ে তা দ্রুত জমা দেওয়ার কথা বলা হয়েছে।