এবার ফটোশ্যুটের কারণে রণবীরের বিরুদ্ধে দায়ের হলো

এবার বড় বিতর্কের মুখোমুখি রণবীর৷ নারী নগ্ন হলে বিস্তর বিতর্ক, তোলপাড় করা আলোচনা৷ আর পুরুষের নগ্নতা? শরীরে একটা সুতোও নেই৷ সম্পূর্ণ নগ্ন হয়ে ফটোশ্যুট করলেন রণবীর সিং৷ পুরুষের নগ্নতাও যে সুন্দর, তা এর আগেও প্রমাণিত হয়েছে বলিউড-হলিউডে৷

একাধিকবার নগ্ন হয়েছেন মিলিন্দ সোমন৷ তা নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনই নগ্নতার আকর্ষণও কেউ এড়াতে পারেননি৷ সেই পথে হেঁটে এবার ঝড় তুললেন রণবীর৷ অনেকেই বলছেন, হলিউড তারকা বার্ট রেনল্ডসের দ্বারা অনুপ্রাণিত তিনি৷ তবে এর জন্য সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে৷

এই ‘ন্যুড ফটোশুটের’ জেরে আইনি জটে জড়ালেন রণবীর৷ দায়ের হল এইআইআর৷ জানা গিয়েছে, নগ্ন ফটোশুটের জন্য বলিউড তারকা রণবীরের বিরুদ্ধে এফআইআর করতে চেয়ে আর্জি জানানো হয়েছিল মুম্বই পুলিশের কাছে৷ অভিযোগ, এই ধরনের ফটোশুট করে ‘মহিল ভাবাবেগে আঘাত’ করেছেন রণবীর৷

এক স্বেচ্ছাসেবী সংস্থার পদাধিকারী এই মর্মে চেম্বুর পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েছেন। ওই সংস্থাটিও সম্ভবত চেম্বুর এলাকারই। অভিযোগকারীর বক্তব্য, এই নগ্ন ফটোশুটের জন্য তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় রণবীরের বিরুদ্ধে মামলা আনা হোক৷ মুম্বই পুলিশ অভিনেতা রণবীর সিং-এর বিরুদ্ধে করা মামলা গ্রহণ করেছে। ভারতীয় দণ্ডবিধির (IPC) ২৯২, ২৯৩, ৫০৯ ও আইটি ৬৭(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য ওই ফটোশুট করেন রণবীর৷ সেই ফটোশুটের বেশ কয়েকটি ঝলক সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। রণবীর-ভক্তরা এই রূপে প্রিয় অভিনেতাকে দেখে উচ্ছ্বসিত হলেও কার্যত দ্বিবিভক্ত সোশ্যাল মিডিয়া। এক দল তাঁর ‘সাহসী’ পদক্ষেপের প্রশংসা করলেও, অন্য দলের প্রশ্ন, ‘হঠাৎ কেন এমন করলেন রণবীর? তবে এবিষয়ে কোনও মন্তব্য করেননি গিন্নি দিপীকা পাদুকোন৷