এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শিল্পসমিতি পাড়া স্থিত ব্রহ্মাকুমারী সেন্টারে

শুদূর রাজস্থানের মাউন্ট আবু মধুবন ব্রহ্মাকুমারী সংস্থার আন্তরাষ্ট্রীয় চ্যানেলের নিয়মিত বক্তা প্রখ্যাত ডাক্তার শচীন পারব ভাইজি ( MBBS, NBA, MSc, PDCR, BA & PGDVIH ) যিনি তার দেশব্যাপী নেশা মুক্তি অভিযানের জন্য মহারাষ্ট্র সরকারের Department of Social Justice and empowerment দ্বারা প্রদত্ত “Mahatma Gandhi De- addiction Award” এ সম্মানিত হন।

তিনি সমস্যা সমাধান নামক গ্রন্থের লেখক। জলপাইগুড়িতে পাড়ি দিচ্ছেন তিন দিনব্যাপী আগামী শুক্রবার, শনিবার এবং রবিবার বিকেল ৫ টা থেকে জলপাইগুড়ি  জেলা পরিষদ অডিটোরিয়াম হলে তার “পাসওয়ার্ড অফ হ্যাপিনেস” কার্যক্রমের মাধ্যমে চোখে জীবন লাভের রহস্য আপনাদের সামনে উন্মোচন করবেন। সাংবাদিক সন্মেলন উপস্থিত ছিলেন ইনচার্জ বি,কে নিতু ( দিদি)  সহ ব্রহ্মা কুমারী সেন্টারের ভাই ও বোনেরা।