নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই অভিযোগ, পঞ্চায়েত ভোটে ১০০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী শাসকদলের তিন প্রার্থী।
মামলাকারীর অভিযোগ, উত্তর ২৪ পরগণার হাবড়া-২ ব্লকের মালিয়ারা গ্রাম পঞ্চায়েতের ৬৮ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১হাজার ৪৮১, সেখানে ভোট পড়েছে ২ হাজার ১৭৭টি। ৭১ নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা ১ হাজার ৫২৯, তবে ভোট পড়েছে ১ হাজার ৭৪০টি। ৮৩ নম্বর বুথেও ভোটারের সংখ্যা ১ হাজার ৪৮৮ তবে ভোট পড়েছে ২ হাজার ৪৯৬টি।
ওই তিনটি বুথেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী। এই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। কীভাবে মোট ভোটারের চেয়ে অধিক ভোট পড়ল সেই নিয়ে ইতিমধ্যেই বিডিও-র কাছে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিনহা।