মহানগরীর মেট্রোর মুকুটে এবার নয়া পালক

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে আজ গঙ্গার নিচে দিয়ে ছুটছে মেট্রো। কলকাতা মেট্রোর মুকুটে এবার নয়া পালক। প্রাচীনতম সরকারি বিজ্ঞান ও কারিগরি জাদুঘর বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা এবার কলকাতা ও সংলগ্ন এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কলকাতা মেট্রোর ভূমিকাকে স্বীকৃতি দিল।

এই স্বীকৃতির নিদর্শন স্বরূপ তাঁদের ট্রান্সপোর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে কলকাতা মেট্রোর ক্রমবিবর্তন। গ্যালারিতে বিশ্ব পরিবহন ব্যবস্থার ক্রমবিকাশকে তুলে ধরা হয়েছে। চাকার আবিষ্কার থেকে শুরু করে বিদ্যুৎ চালিত গাড়ি আবিষ্কার হওয়ার সম্পূর্ণ যাত্রা পথের গল্প বলবে বিভিন্ন ছবি ও মডেল।

ফুটিয়ে তোলা হয়েছে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের বিভিন্ন স্তর, ভূপৃষ্ঠের ওপরের স্তর এবং মেট্রোর যাতায়াত সহ সবটাই। বিভিন্ন দুষ্প্রাপ্য এবং চিন্তা কর্ষক সামগ্রী দিয়ে সাজানো হবে গ্যালারি।