করোনার দ্বিতীয় ঢেউয়ের মতই মারাত্মক হতে পারে তৃতীয় ঢেউও। এসবিআই রিপোর্টে দাবি করা হয়েছে এই ঢেউ চলতে পারে দীর্ঘ ৯৮ দিন ধরে। তবে বলা হয়েছে যদি বেশি সংখ্যক মানুষকে টিকাকরণ এর আওতায় আনা যায় ও স্বাস্থ্য নিয়মাবলীর উন্নতি করা যায় তাহলে মৃত্যুর হার অনেকটাই কমতে পারে। তবে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা এড়িয়ে যাওয়া যাবে না। এসবিআই এর ৫ পাতার রিপোর্টে দাবি করা হয় উন্নত দেশগুলিতে ৯৮ দিন চলবে এই ঢেউ, এবং বলা হয় দেশগুলিতে যদি গুরুতর অসুস্থ করোনা রোগীর সংখ্যা কমানো যায় তাহলে মৃত্যু কমতে পারে।
গবেষণায় দেখা যায় যদি গুরুতর অসুস্থ করোনা আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ থেকে ৬ শতাংশ এ নেমে আসে, তাহলে তৃতীয় ঢেউয়ের সময় মৃত্যু সংখ্যাও কমতে পারে অর্থাৎ যেখানে দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর সংখ্যা ছিল ১ লক্ষ ৭০ হাজার, তৃতীয় ঢেউয়ের সেটি ৪০ হাজারের কাছাকাছি আসতে পারে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে শিশুদের টিকাকরন তৃতীয় ঢেউয়ের সংক্রমণ কমাতে মূল লক্ষ্য হওয়া উচিত।
কেন্দ্রীয় সরকারও আশ্বাস দিয়েছেন জুলাইয়ের শেষ ও আগস্ট এর শুরুর দিকে ভারতে এক কোটি টিকাকরণ সম্ভব হবে। যদি সব নির্দিষ্ট পরিকাঠামো অনুযায়ী হয় তাহলে ডিসেম্বরে টিকাকরণ শেষ হবে ভারতে। ভিকে পল (নীতি আয়োগের সদস্য) জানিয়েছেন, তৃতীয় শ্রেণীর শিশুদের ওপর প্রভাব পড়বে এমন আশঙ্কা করেছে কেন্দ্র, সে দিক থেকে দেখতে গেলে টিকাকরণ যদি জুলাই থেকে বৃদ্ধি করা যায় তাহলে দেশে তৃতীয় ঢেউয়ের প্রভাব অনেকটাই কমে যাবে এবং নিরাপদ থাকবে শিশুরাও।