রাজ্যের পেনশনভোগীদের কথা ভেবে এবার নয়া ঘোষণা সরকারের

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই ঘোষণাগুলি করা। এবার নয়া ঘোষণা সরকারের। এবার থেকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য প্রয়োজন নেই ব্যাঙ্কে যাওয়ার।

পশ্চিমবঙ্গের অর্থ দপ্তর বলেছে, পেনশনভোগীরা ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ জমা দিতে পারবেন বাড়ি থেকেই। ‘ফেস অথেন্টিকেশন’-র মাধ্যমে ‘ডিজিটাল লাইফ সার্টিফিকেট’ জমা দেওয়ার সম্ভব হবে স্মার্টফোনের মাধ্যমে।

পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরেই পরিকল্পনা করছিল ব্যাঙ্কে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার বদলে ঘরে বসে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পদ্ধতি চালু করার। অবশেষে সরকারের সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে।