কোলাঘাটের জিঞদা বাজারে ৩৭ বছরের গয়নার দোকান রয়েছে সমীরের। প্রতিদিনের মতো সোমবার দোকান বন্ধ করে রাত ৯টা নাগাদ সোনা এবং রুপোর সামগ্রী নিয়ে দোকান থেকে বাড়ি ফিরছিলেন সমীর। আচমকা কিছু দুষ্কৃতী তাঁর সামনে চলে এসে গুলি করে খুন করা হয় তাঁকে। তারপর দুষ্কৃতীরা ব্যবসায়ীর সঙ্গে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
মৃতের পরিবার জানিয়েছে, গত রাতে বাজারমূল্য অনুযায়ী মোট ৪০ লক্ষ টাকার সোনা, রুপোর গয়না নিয়ে বাড়িতে ফিরছিল সমীর। তাঁরা জানান, দুষ্কৃতীদের মধ্যে ছেলের পরিচিত কেউ হয়তো থাকতে পারে। সেই কারণেই তাঁকে মাথায় গুলি করে মেরে ফেলা হয়েছে। আরও জানানো হয়েছে যে, এর আগেও দু’বার ওর উপর হামলা হয়েছিলো সমীরের ওপর।
বিগত বছর পাঁচেক আগেও ডাকাতি হয় তাঁর দোকানে। দ্বিতীয় বার দোকান থেকে ব্যাগ তুলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সেই ঘটনায় পাঁশকুড়া থানায় অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু এবারের হামলায় ছেলেটার প্রাণটাই চলে গেল। পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য এ প্রসঙ্গে জানান, ঘটনার পরপরেই শুরু করা হয়েছে পুলিশ তদন্ত। কোলাঘাট এলাকার সকল সিসি ক্যামেরার ফুটেজ-সহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।