“রাস্তায় নামলে সেলফি তোলার ভিড় থাকবে”, বললেন অরিজিৎ সিং

Estimated read time 1 min read

প্রতিবাদের আগুন জ্বলছে। চারপাশে সবার একটাই দাবি বিচারের। তিলোত্তমার ঘটনা পুরো শহর থেকে দেশ  নাড়া দিয়েছে। আরজি কর মামলার প্রতিবাদে রাজপথে নেমেছেন আম জনতা তারকারা। এটির ১৭ দিন হয়ে গেছে এবং এখনও কোন উত্তর নেই। সংগীত শিল্পী অরিজিৎ সিং সোমবার রাতে লাইভে এই ঘটনা সম্পর্কে দীর্ঘ কথা বলেছেন। একটি গানও করেছেন। গানটি সবাই শুনেছেন। সেই লাইভের কয়েক ঘণ্টা পর অরিজিৎ আরেকটি দীর্ঘ পোস্ট করেন।

তার যাচাইকৃত পৃষ্ঠা থেকে, গায়ক লিখেছেন, “৯ আগস্ট, ২০২৪-এ, কলকাতার হৃদয়ে একটি ট্র্যাজেডি পুরো জাতিকে তার শিকড় থেকে নাড়িয়ে দিয়েছিল। আরজি কর মেডিক্যাল কলেজের একজন তরুণী প্রশিক্ষণার্থী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ড ভারতজুড়ে প্রতিবাদে আগুনের ঝড় তুলেছে। এই গানটি ন্যায়ের জন্য আর্তনাদ, ভুক্তভোগী অগণিত নারীর কণ্ঠস্বর। আসুন আমরা সবাই ‘অভয়া’-এর সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাই, যে তরুণী ডাক্তার মারা গিয়েছিলেন, যিনি নির্ভীকভাবে লড়াই করেছিলেন। নারীরা লিঙ্গ-ভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই   চলছে তাদের হয়ে আমরা দাঁড়াই। এটি আমাদের গান, সারাদেশের চিকিৎসকদের কণ্ঠ, যারা বিপদের মধ্যেও অক্লান্ত পরিশ্রম করে সেবা করেন। এটি কেবল একটি প্রতিবাদী গান নয় – এটি একটি আহ্বান যে নারী সুরক্ষা এবং মর্যাদার জন্য আমাদের লড়াই এখনও শেষ হয়নি”।

উল্লেখ্য, এই ঘটনায় একদিনের জন্যও অরিজিৎকে রাস্তায় কোনো সমাবেশ বা মিছিলে হাঁটতে দেখা যায়নি। অনেকেই এটা নিয়ে নানা প্রশ্ন করেছেন। সোমবার লাইভে এসে সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন গায়ক। তিনি বলেন, “রাস্তায় নামলে সেলফি তোলার ভিড় থাকবে। অনেকে মনে করেন, আমি বের হলে তারাও আমার সঙ্গে হাঁটবে। অত ভিড় বাড়িয়ে কি লাভ? রাজনীতি করে কোনো লাভ নেই। যাঁরা কথা বলছেন বলুন, বিতর্ক থাকলে ঘটনাটি নিয়ে আলোচনা তো হবেই”।

You May Also Like

More From Author