আবারও সরগরম হলো রাজ্য রাজনীতি। বারংবার রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের বিরোধী দলনেতার। এর আগেও রাজ্যের ভোট পরবর্তী হিংসার বিষয় নিয়ে বেশ কয়েকবার রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। আজ মঙ্গলবার ফের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে রাজভবন যাচ্ছেন শুভেন্দু। এই সাক্ষআতের বিষয়ে টুইট করে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় স্বয়ং। এই টুইট থেকেই বোঝা যাচ্ছে, শুধু শুভেন্দুই নন, আজ বৈঠকে বসতে চলেছেন অন্যান্য বিরোধী বিধাকরাও। যা নিয়ে ইতিমধ্যেই
রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আজও বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে রাজ্যপাল-সহ বিরোধী দলের বিধায়করা রাজ্যে ভোট-পরবর্তী হিংসার অভিযোগ আনতে পারেন। কয়েকদিন আগেই মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির মাথায় বসানোর ঘটনায় বিধানসভায় সরব হয়েছিলেন বিরোধী বিধায়করা।
গত মাসে দিল্লি সফর সেরে রাজ্যে ফিরে বিভিন্ন ইস্যুতে বার তিনেক রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের ফল বেরনোর পরেই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে নিজে ও ৫০ জন বিজেপি বিধায়ককে নিয়ে রাজ্যপালের সঙ্গে আগেই দেখা করেছিলেন বিরোধী দলনেতা।