সামান্য স্বস্তি মিলল রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যায়

বেশ কয়েকদিন বাড়তে থাকা রাজ্যের করোনা সংক্রমণ থেকে কিছুটা হলেও স্বস্তি মিল এবার। আজ বাংলার কোভিড গ্রাফ কিছুটা নিম্নমুখী। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ২২ হাজার ৬৪৫ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ২৮ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৮৬৭ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৪ হাজার ০১৮ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ লক্ষ ৬৩ হাজার ৬৯৭ জন। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ০১৩ জনের। আজ বঙ্গের পজিটিভিটি রেট ৩১.১৪ শতাংশ। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৮৭ জন। এখনও পর্যন্ত করোনামুক্ত বাংলার ১৬ লক্ষ ৯৮ হাজার ২০১ জন। সুস্থতার হার ৯১.১২ শতাংশ ও মৃত্যু হার ১.০৭ শতাংশ। চিন্তার ব্যাপার পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি সব জেলাতেই সংক্রমণ ১ হাজার ছাড়িয়ে গিয়েছে আজকেও।

এদিকে, ইন্ডিয়ান ইন্সস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি) এবং ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইন্সস্টিটিউট (আইএসআই)-এর একদল গবেষক দাবি করেছেন যে, আগামী ফেব্রুয়ারী মাসের শেষ পর্যন্ত চলবে এই করোনার দাপাদাপি। অর্থাৎ ওমিক্রনের বাড়বাড়ন্ত আরও প্রায় দুই মাস সহ্য করতে হবে সাধারণ মানুষকে। ফেব্রুয়ারীর পর মার্চ বা এপ্রিলের শুরুর দিকে তলানিতে ঠেকবে করোনা সংক্রমণ বলে ইঙ্গিত দেওয়া হয়েছে এই গবেষণায়। আজ আবার রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের ভার্চুয়াল এই বৈঠকে তিনি সকল মুখ্যমন্ত্রীদের মাইক্রো কনটেনমেন্টে জোর দিতে বলেছেন। একই সঙ্গে, সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।