স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

বিগত তিন দিন ধরে স্বস্তি মিলছে দেশের করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৫ হাজার ৪০৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৮৯ হাজার ৫৭৯ জন। সেই সঙ্গে লাগাতার কমছে অ্যাকটিভ কেসও। সপ্তাহখানেক আগে বেড়ে গেলেও গত কয়েকদিন ধরেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে ১২ হাজারের বেশি কমেছে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ২০৭ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার দশেক কম। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৩৯ জনের। এর মধ্যে কেরলে মারা গিয়েছেন ৯৯ জন। বাকি সব রাজ্যেই তা ৩০-এর নীচে। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৪৩ হাজার ২১৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৪ লক্ষ ৮৪ হাজার ১৫৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৭ হাজারের বেশি মানুষ।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৭৫ কোটি ২২ লক্ষেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৭৮ লক্ষের বেশি নাগরিক। সবচেয়ে বড় ব্যাপার হলে দেশের ছ’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই ১০০ শতাংশ মানুষ করোনার প্রথম টিকে পেয়ে গিয়েছেন। এই ছটি রাজ্য হল সিকিম, গোয়া, হিমাচলপ্রদেশ, দাদরা নগর হাভেলি, দমন ও দিউ এবং লাক্ষাদ্বীপ।