সিংহবাহিনীর পুজো প্রায় চারশো বছরের পুরনো। নিষ্ঠা সহকারে এখনো মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো। পুরাতন মালদা পৌরসভার তারাপুর এলাকায় সিংহবাহিনী পুজো। ৪০০ বছর আগে তৎকালিন চক্রবর্তী পরিবার স্বপ্নাদেশ পান পার্শবর্তি পুকুরে মা দুর্গা রয়েছেন ও পুজো করতে বলছেন। পরেরদিন পুকুরে দেখতে পাওয়া যায় একটি অষ্টধাতুর দুর্গা মুর্তি ও একটি ঘট পরে রয়েছে। তারপর স্বর্গীয় বসন্ত চক্রবর্তী বাড়িতে নিয়ে এসে শুরু করেন এই সিংহবাহিনীর পুজো। আজও নিষ্ঠা সহকারে মহা ধুমধামে হয়ে আসছে এই পুজো। শুধু দুর্গা পুজোর সময়ই নয় সারা বছর প্রতিদিন এই পুজো হয়ে থাকে। তবে নতূন করে মায়ের প্রাণ প্রতিষ্ঠান ও চক্ষুদান করা হয়না। কলা বউকেও পুজো করার নিয়ম নেই এখানে। থাকেনা দেবীর সাথে লক্ষী,সরস্বতী,কার্তিক,গনেশ। ইতিমধ্যে আসন্য পুজোকে ঘিরে তোরজোর শুরু করেছে তারাপুর এলাকার বাসিন্দারা।
সিংহবাহিনীর এই পুজো মন্দিরে হয় থাকে।আগে চক্রবর্তী বাড়ির পুজো থাকলেও এখন সর্বজনীন হয়ে গেছে।তবে এই পুজোর নিয়মকানুন আলাদা। প্রতিদিন এই পুজো সকাল দশটা থেকে এগারোটার মধ্যে হয়ে যায়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ পুজো হয়। তবে এই পুজোয় অন্ন ভোগ হয়না। মায়ের সামনে লুচি হালুয়া সহ নানান ফলমূল অর্পণ করা হয়।এই পুজো ত্রিপাঠী পরিবার বংশো পরম্পরায় করে আসছেন। এই পুজোর পুরহিত গোপীনাথ ত্রিপাঠী বলেন আমাদের পূর্বপুরুষ এই পুজো করে আসছেন। আমিও বহু বছর ধরে এই পুজো করে আসছি। আমি মন্দিরে নিত্য পুজো করে থাকি। মহা ধূমধামে পুজোর চারটা দিন কেটে যায় এলাকাবাসীর।