বিরাট স্বস্তি মিলছে আজকের দেশের করোনা সংক্রমণের সংখ্যায়

বেশ কয়েকদিনের ঊর্দ্ধমুখী সংখ্যার পর বেশ খানিকটা স্বস্তি দিচ্ছে আজকের দেশের করোনা সংক্রমণণের সংখ্যা। আজ তুলনামূলক অনেক কম দৈনিক আক্রান্ত। আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের নিচে রয়েছে। উৎসব মরশুমে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা ছিল, কিন্তু আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে হলেও অনুমান, আগামী কয়েক সপ্তাহ বেশ ঝুঁকিপূর্ণ। তাই সচেতন হয়েই থাকতে হবে সাধারণ মানুষকে। 

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪২৮ জন। মৃত্যু হয়েছে ৩৫৬ জনের। দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪২ লক্ষ ০২ হাজার ২০২ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৫ লক্ষ ৮৩ হাজার ৩১৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৫ হাজার ৯৫১ জন। এতদিনে মোট প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ৫৫ হাজার ৬৮ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬ জন। 

এদিকে, দেশের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত কেরলে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫৬ জনের, যার মধ্যে ২৮১ জনই এই রাজ্যের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৮৮৯ জন। গত বছর মার্চ মাসের পর এই প্রথম বার এতটা কমল আক্রান্তের সংখ্যা। আবার তামিলনাড়ুতে হাজারের বেশি থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশেও ৫০০-র নীচে নেমেছে দৈনিক সংক্রমণ। বাংলাতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮০৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। একই সময়ে সুস্থ ৮০৭ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ।