নিয়োগ দুর্নীতি নিয়ে এবার নয়া দাবিতে তোলপাড় রাজ্যে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগের দুর্নীতির জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট।

যেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। এরই মাঝে এবার নয়া দাবিতে তোলপাড়। যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের মধ্যে বিভাজন হলে প্রতিবন্ধী যোগ্য শিক্ষকদের /আলাদা তালিকা তৈরী করতে হবে।

এই দাবি জানিয়ে সরব ২০১৬ সালের এসএসসি-তে চাকরি পাওয়া প্রতিবন্ধী শিক্ষকেরা। সল্টলেকের এসএসসি ভবনে অভিযানও চালান তারা। যা নিয়ে রীতিমতো ধুন্ধুমার বেঁধে যায়। তাদের থেকে আট জন প্রতিনিধি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন।