বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানিয়েছে, ফের ২৯ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। উত্তর বঙ্গোপসাগরে এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কারণে এই বৃষ্টিপাত হবে।
এদিকে দুয়ারে পুজো। হাতে গোনা আর কয়েকদিন বাকি। উল্লেখ্য, এবছর বর্ষা ঢুকেছে ৮ দিন দেরিতে। তাহলে বর্ষা এবার বিদায় নেবেও দেরিতে। সাধারণত ১০-১২ অক্টোবর বঙ্গ থেকে বর্ষার বিদায় নেওয়ার কথা। তবে এবার বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিতে ২০ অক্টোবর হয়ে যেতে পারে।
তবে পরিস্থিতি বিশেষে আরও দু-চারদিনও দেরি হতে পারে। আর তাই হলে ষষ্ঠী পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপরেও সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এটা বলা যায়, পুজোর বাজার আপাতত আগামী এক সপ্তাহ এই ঘূর্ণাবর্তের কারণে মাটি হতে চলেছে।